ফেনী সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মো: মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ,কে শহীদ উল্যাহ খোন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি,কম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মনির হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় প্রধান অতিথি সাংসদ নিজাম হাজারী বলেন, দেশব্যাপি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে। ধাপে ধাপে ফেনীর ৬ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী দল থেকে যাকে মনোনয়ন দিবেন তিনিই নৌকার চূড়ান্ত প্রার্থী হবেন।
এছাড়া ইউপি সদস্য পদে দলীয় কোন প্রার্থী দিবে না আওয়ামী লীগ। উন্মুক্ত ভাবে নির্বাচনে অংশ নিয়ে যিনি জনপ্রিয় তিনি ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংসদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করেছেন।
উপজেলা পরিষদে দলীয় কোন নেতা-কর্মী অকারণে ভীড় না করার আহবান জানিয়ে সাংসদ তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফেনীতে রেকর্ড উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় নব-নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ উন্নয়ন ও সমৃদ্ধিতে সারাদেশের মডেল উপজেলায় পরিনত হবে।
সভায় জেলার ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৫ পৌরসভার মেয়র, সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণের পূর্বে ফেনী সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.