ফেনীর রোগীদের দুর্ভোগ কমাবে ১২ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক স্থাপন

ফেনী প্রতিনিধি: শ্বাসকষ্টসহ অক্সিজেন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ কমাতে ফেনীতে জুনেই চালু হবে ১২ হাজার লিটারের লিকুইড অক্সিজেন ট্যাংক। ইতিমধ্যে ট্যাংক স্থাপনের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের ফলে শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকিও কমবে।
তিনি আরও বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে সিলিন্ডারের অক্সিজেনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এ অবস্থায় গত এপ্রিল মাস থেকে ইউনিসেফফের অর্থায়নে লিকুইড অক্সিজেনের ট্যাংক স্থাপনের কাজ শুরু হয়।
ইতিমধ্যে প্রকল্পের ৮০শতাংশ কাজ শেষ হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের অংশ হিসাবে প্রতিটি ওয়ার্ডেই কপার পাইপ, ভ্যাপারাইজার সহ প্রয়োজনীয় স্থাপনের কাজ চলছে। প্রায় সবকটি শয্যার পাশে বসেছে অক্সিজেন পোর্ট।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে শুরুর ৬ মাস পর্যন্ত প্রকল্পে ইউনিসেফ নিজস্ব লোক দিয়ে কাজ করাবে। এরমধ্যে আমরা দক্ষ লোক তৈরি করবো।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা বিটিসি নিউজকে জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য ৪০-৬০ লিটার পর্যন্ত অক্সিজেন লাগে। সঠিক সময়ে এ অক্সিজেন দেওয়া হলে অনেক রোগীর জীবন রক্ষা পায়। এ ট্যাংক স্থাপনের ফলে ফেনী জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দূর হবে। পর্যায়ক্রমে ১০শয্যার আইসিইউও চালু করা হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.