ফেনীতে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস 

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লেমুয়া ও ফরহাদনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন করা ৬টি ড্রেজার মেশিন আজ রবিবার (০৮সেপ্টেম্বর) ফেনী সদর এসিল্যান্ড মৌমিতা দাশ অভিযান পরিচালনা করে ধ্বংস করা হয়।
ফেনী সদর এসিল্যান্ড মৌমিতা দাশ বিটিসি নিউজকে জানান ফেনীর ছোট নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান চালান।
লেমুয়া ও ফরহাদনগর থেকে ৬টি ড্রেজার মেশিন জব্দ করে তা ধ্বংস করা হয়।
অবৈধভাবে নদীগর্ভ থেকে বালু উত্তোলন নদীর জন্য হুমকিস্বরূপ। নদীভাঙনসহ মাটিক্ষয়ের জন্য দায়ী এই বালু উত্তোলন।
এছাড়াও অবৈধভাবে উত্তোলিত বালু জলাশয় অপদখলের অন্যতম পদ্ধতি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.