ফেনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফোম ও মুড়ি ফ্যাক্টরি ভস্মীভূত

ফেনী প্রতিনিধি: ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে শহরতলীর তেমুহনী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মদিনা ফোম ও জনতা মুড়ি ফ্যাক্টরি পুড়ে গেছে।
সদর উপজেলার তেমুহনী বাজারে আজ শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল সাড়ে ৮টা নাগাদ ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনা ফোম কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং তারা দ্রুত এসে আগুন নেভায়।
উপ-সহকারী পরিচালক মুৎসুদ্দী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল আগুন নেভানোর কাজে যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিটিসি নিউজকে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মদিনা ফোম নামের একটি কারখানায় পলিউল, টিডিআই, এসওপিএম ও সাদা রং জাতীয় ক্যামিকেল ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.