ফেনীতে বিএমএসএফ’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

ফেনী প্রতিনিধি: ফেনীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ জুলাই ২০২০ইং রোজ রবিবার বিকেল ৩ টায় বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ফেনী জেলার নিজস্ব কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএমএসএফ ফেনী জেলার নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি এম এ সাঈদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত তুহিনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন,বিএমএসএফ এর ফেনী জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জসিম মাহমুদ, স্বদেশ পত্রিকার সম্পাদক এন এন জীবন, জেলা ট্রাক মিনি ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ মোহাম্মদ উল্লাহ, বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, সাপ্তাহিক জনপ্রিয় সম্পাদক মশিউর রহমান মিলন, ফেনী জেলা কমিটির সহ-সভাপতি এম এ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী,প্রচার সম্পাদক সুমন ঘোষ, সিনিয়র সদস্য আহসান উল্লাহ, নির্বাহী সদস্য মহিউদ্দিন খোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ প্রচার সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী, প্রকাশনা সম্পাদক এস এস খোকন, সহ -মহিলা সম্পাদিকা রেহানা আলম মিতু, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন লিটন, নির্বাহী সদস্য বেলাল হোসেন, পরশুরাম বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ছগির আহম্মদ  ফোরকান, নির্বাহী সদস্য এনামুল হক বাদশা, সমসাময়িক ভারপ্রাপ্ত সম্পাদকঃ শাকিল শারিয়ার সহ প্রমুখ।
এসময় বক্তারা সংগঠনটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন।  পরে কেক কাটার সময় দৃষ্টিনন্দন আতশবাজি ও রঙিন বেলুন ফুটানোর মধ্য দিয়ে সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং ফেনী জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জসিম মাহমুদকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও নবনির্বাচিত ৫১ জন বিশিষ্ট কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.