ফেনীতে ক্বেরাত সম্মেলেন শুরু 

ফেনী প্রতিনিধি: ফেনীতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। শহরের ঐতিহাসিক মিজান ময়দানে বিকাল ৩টা থেকে সম্মেলনের কার্যক্রম আরম্ভ হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

তেলাওয়াত শুনতে দূর দূরান্ত থেকে লোক সমাগম ঘটছে সম্মেলনস্থলে। দুপুর পর থেকে লোকজনের ভীড় বাড়তে থাকে। নোয়াখালী থাকা আসা এক মুসল্লি জানান, প্রতি বছরই এই সম্মেলনে আসি বিশ্বের বড় বড় ক্বারীদের একনজর দেখতে ও তেলাওয়াত শুনতে।

লাঠিতে ভর দেয়া এক বয়োবৃদ্ধ মুসল্লি বলেন, ঠান্ডার মধ্যও কোরআনের টানে ছুটে এসেছি। বছরে একবারই বিশ্বের বড় বড় ক্বারীদের দেখার এবং তাদের মুখে সরাসরি কোরআন শুনতে পারি।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, তানজানিয়া, লন্ডন, ইন্দোনেশিয়া, কাতার, ইরান ও ভারতসহ বিশ্বের শীর্ষস্থানীয় ক্বারীগণ পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। সোনাগাজীর ওলামা বাজার দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম আদীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। আমন্ত্রীত অতিথি থাকবেন সঞ্জরী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবদুল্যাহ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মনির উদ্দিন পাঠান সেলিম, হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান মো: নুর উদ্দিন, এনটিভির উপস্থাপক মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, হাই ফ্যাশন গ্যালারির চেয়ারম্যান আলহাজ্ব গণি আহমদ।

ফেনীতে চতুর্থবারের মত আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.