ফেনীতে অসহায় রোগীদের জন্য এ্যাম্বুলেন্স দিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২

ফেনী প্রতিনিধি: কোভিড-১৯ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের বহনের জন্য নিজস্ব অর্থায়নে রোটারি পদ্মা জোনের পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার (২৮ জুন) বিকেলে আন্তর্জাতিক রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর এম আতাউর রহমান পীরের উপস্থিতিতে ফেনী সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারিয়ান জালাল উদ্দিন বাবলুসহ রোটারি নেতৃবৃন্দের নিকট এই চাবি হস্তান্তর করেন।
এছাড়াও অনুষ্ঠানে রোটারি ক্লাবের পক্ষ থেকে গরীব অসহায়দের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৮শত মাস্ক প্রদান করা হয়।
এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডেপুটি গভর্নর একেএম সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট গভর্নর মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, সাইদুল মিল্লাত মুক্তা, ফজলুল হক বাবলু, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, রোটারি  ক্লাব অফ ফেনী সিটি প্রেসিডেন্ট ইলেক্ট ও  সাপ্তাহিক ফেনীর প্রয়াস সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, রোটারি ক্লাব অফ অপরূপার প্রেসিডেন্ট ইলেক্ট মুহাম্মদ আবুল কাসেম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.