ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলায় উপচে পড়া ভীড়

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে মাসব্যাপী হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নওদাবশ গ্রামের মাস্টারপাড়া চৌমহনি বাজার তরুণ সংঘ কর্তৃক এ খেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
নাইট টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় আটিয়াবাড়ী হাডুডু দল ও দাসিয়ারছড়া হাডুডু দল অংশগ্রহণ করে। ৮০/৩৬ পয়েন্টে আটিয়াবাড়ি দল বিজয় অর্জন করে। খেলা শেষে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়ার সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান দুলু, ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সুধীজন উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উত্তর জনপদের মানুষের অতি প্রিয়। এ খেলার আয়োজনের কথা শুনলেই ছুটে আসেন সব বয়সী মানুষ। ফাইনাল খেলা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। রাতের আঁধারেও গাছের উপর উঠে খেলা উপভোগ করতে দেখা গেছে উৎসুক দর্শককে। প্রচুর ভীরের কারণে খেলা দেখতে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন অনেকেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.