ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ৮ জুয়ারির কারাদন্ড  

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জুয়া খেলার অপরাধে ১ জুয়ারির ১ মাসের কারাদন্ড ও ৭ জুয়ারির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
ফুলছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঠুরের মেলায় জুয়া খেলার খবর পেয়ে এস.আই রতন মোস্তাকের নেতৃত্বে একটি ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়ারুকে হাতে নাতে আটক করে ।
পরে আজ রোববার (২ ফেব্রয়ারী) ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলনের আদালতে তাদেরকে হাজির করা হলে উদাখালী ইউনিয়নের মোনতাজ উদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করে।
এছাড়া সুজন কুমার বর্মন, খয়বর রহমান, দুদু মিয়া, হালিম মিয়া, ষষ্টি কুমার, কমল চন্দ্র নামের ৭ জন জুয়ারির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদাণ্ডাদেশ প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক জমা প্রদান করলে উক্ত ৭ জনকে মুক্ত করে দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.