ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে মো. সাবানেহ (২৯) নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ বর্বর হামলায় আহত হয়েছেন আরও ১৬ ফিলিস্তিনি বেসামরিক।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরাইলি সেনাবাহিনীর একটি গাড়ির বহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়ি লক্ষ্য করে এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।
এর পর শক্তিশালী বিস্ফোরক দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেয় তারা। এতে ঘরের ভেতরে থাকা ফিলিস্তিনি যুবক মো. সাবানেহর ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। আশপাশের আরও ১৬ ফিলিস্তিনি যুবক আহত হন।
ইসরাইলের দাবি, গত ৭ এপ্রিল তেলআবিবে বন্দুক হামলায় জড়িত ছিলেন ওই ফিলিস্তিনি যুবক। ওই হামলায় ৩ ইসরাইলি প্রাণ হারিয়েছিল। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.