ফিলিস্তিন’র ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাচীন শহর হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। মসজিদটির পরিচালক জানান, গত শুক্রবার (২৯ অক্টোবর) থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 
হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নিবিঘ্ন করতে ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে।
ইসরাইলি সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত।
এখানেই তিন নবী হযরত ইসহাক, ইয়াকুব ও হযরত ইব্রাহিমের কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা।
১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ মুসল্লিকে হত্যা করে। এর পর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।
হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম আর ৫০০ ইহুদি অবৈধ বসতকারীর বসবাস। মাত্র ৫০০ ইহুদির জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়।
২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। (সূত্র: ডেইলি সাবাহর)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.