ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরাইলের তোপের মুখে এমা ওয়াটসন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বর্বতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষ্যে সহমর্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন হ্যারি পটারখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমি ওয়াটসন।
তার ওই স্ট্যাটাসের পর হলিউড তারকাসহ অনেক সেলিব্রেটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
আর এ ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমি ওয়াটসনের ওপর বেজায় চটেছেন ইহুাদিবাদী দেশ ইসরাইলের রাজনৈতিক নেতারা।
চার্লস ডেন্স, মার্ক রাফেলো, সুসান স্যারানডন ও পিটার ক্যাপেলডির মতো দর্শত নন্দিত হলিউড তারকারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
এতে তারা লেখেন, আমরা এমা ওয়াটশনের সঙ্গে একমত। এ কারণে আমরা মানবাধিকারের জন্য আন্দোলনরত ফিলিস্তিনিদের পক্ষ্যে আমাদের সর্মথন জানাচ্ছি।
এদিকে, ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে মুখ খোলায় এমা ওয়াটসনের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী দেশটির সাবেক মন্ত্রী ড্যানি ডেননসহ অনেক রাজনীতিক।
তারা হ্যারি পটার সিরিজের এ বিশ্বনন্দিত অভিনেত্রীকে বর্ণবাদী বলেও সমালোচনা করেছেন। (সূত্র: ডেইলি সাবাহর)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.