ফিলিস্তিনকে এবার ৪০ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী সহায়তা

ঢাকা প্রতিনিধি: ফিলিস্তিনকে এবার চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে প্রায় ৪০ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এ চিকিৎসা সামগ্রী ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা দেয়। এ সময় সমিতির সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন না হবে, ততদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না। আমরা দুই দেশের নীতিতে বিশ্বাস করি। প্রথমে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন। ইসরায়েল ফিলিস্তিনের উপর চালানো জেনোসাইট বন্ধ করলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাববে।

তিনি বলেন, ব্যক্তি ও নানা সংস্থা ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা প্রদান করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণকে ৫০ হাজার ডলার মানবিক সহায়তা প্রদান করেছেন।

এদিকে চিকিৎসা সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.