ফিলিপাইনে তিনটি ফেরি ডুবে নিহত ২৫

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কফিলিপাইনে তিনটি ফেরি ডুবে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৬ জন। আজ রবিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানায়।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোয়েম জেইভার জানায়, গতকাল শনিবার গুইমারাস ও ইলোইলো প্রদেশে দমকা বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে তিনটি ফেরি ডুবে যায়।

নিহতদের প্রায় সবাই দুটি ফেরির যাত্রী। উদ্ধারকারীরা ৫৫ জন যাত্রী ও ক্রুকে উদ্ধার করেছে। তৃতীয় ফেরিটিতে কোনো যাত্রী ছিল না। তবে এর চার জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, তারা বিস্মিত যে, বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুটি ফেরি ডুবে যাওয়ার ৩ ঘন্টা পর কেন তৃতীয় ফেরিটি ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত:  ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় টাইফুন ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রতি বছর দেশটিতে প্রায় ২০টি টাইফুন ও ঝড় আঘাত হানে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.