ফিলিপাইনের কৃষকরা সরকারের দেয়া ভর্তুকির ধান বীজ নিয়ে বাড়ি ফিরার পথে ১৯ কৃষক নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের কৃষকরা সরকারের দেয়া ভর্তুকির ধান বীজ নিয়ে বাড়ি ফিরার পথে ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত হয়েছেন। ধান বীজ বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘট। আজ শুক্রবার (১ নভেম্বর) পুলিশ এ কথা জানায়।

খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে কৃষকরা বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।

পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন। তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত। # ( খবর এএফপি’র) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.