ফাইনালে ওঠা মানেই সেভিয়ার শিরোপা জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগের ফাইনালে উঠতে পারলেই শিরোপা সেভিয়া পাবে সেটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইন্টার মিলানের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়ে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুললো স্প্যানিশ দলটি।

শুক্রবার রাতে জার্মানির কলোগনেতে ম্যাচের ৩৫ মিনিটের মধ্যে দুই পক্ষ দুটি গোল তুলে নেয়। শেষ গোলটি আসে ৭৪তম মিনিটে।

রেহেইন এনার্জি স্তাডিওয়ে ৫ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে গোল আদায় করেন রোমেলু লুকাকু। যা চলতি মৌসুমে ইন্টারের হয়ে ৩৪ তম গোল এই বেলজিয়ান স্ট্রাইকারের।

১২ মিনিটের মাথায় গোল শোধ করেন লুক ডি ইয়ং। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড হেডের মাধ্যমে গোল তুলে নেন।

৩৩ তম মিনিটে এসে এগিয়ে যায় সেভিয়া। আবারও গোল পেলেন ডি ইয়ং। এবারও হেডের মাধ্যমে বল জালে জড়ালেন তিনি। দুই মিনিট পর অনেকটা একই রকম হেডের মাধ্যমে গোল এলো। তবে এবার ইন্টারের উরুগুইয়ান ডিফেন্ডার ডিয়েগো গডিন গোল তুলে নেন।

বিরতির পর মাঠে ফিরে দুই দলই এগিয়ে যেতে চায়। যদিও শেষ পর্যন্ত সেভিয়ার ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডিয়েগো কার্লোস ফ্লাইং কিক নিলে লুকাকুর পায়ে লেগে আত্মঘাতী গোল হজম করতে হয় মিলানের দলটির।

নির্ধারিত সময় শেষ কোনও পক্ষই গোল তুলতে না পারলে ২০০৬, ২০০৭, ২০১৪, ২০১৫, ও ২০১৬ সালের পর আবারও শিরোপার স্বাদ পেলো সেভিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.