অটোরিক্সার ডান পাশ বন্ধ থাকবে আরএমপি’র সিদ্ধান্ত

 

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশী সুশৃঙ্খল ও সড়ক দূর্র্ঘটনা প্রতিরোধে আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর দিক নিদের্শনায় ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগর এলাকার সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অটোরিক্সার ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা করতে গিয়ে সম্প্রতি বেশকিছু দূর্ঘটনা ঘটেছে। এ কারণে ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা বন্ধ হলে দূর্ঘটনা কমে আসবে। এ ব্যাপারে অটোরিক্সা চালক-মালিকগণকে সর্তক করতে ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীতে এ সংক্রান্ত লিফলেট বিতরণ ও মাইকিং অব্যাহত রয়েছে।

আগামী ৭ নভেম্বর/২০১৮ এর মধ্যে অটোরিক্সার ডান পাশ বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তি ) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.