প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডার আত্মনির্ভর প্রকল্পের মেয়াদ বাড়ল

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এক সিদ্ধান্তে জানায়, করোনা কালে রাস্তার স্ট্রিট ভেণ্ডারদের সুবিধা দিতে সহজ শর্তে ঋণের বন্দোবস্ত ও ডিজিটাল লেনদেনের পদ্ধতি সুগম করে তাঁদের আর্থসামাজিক মানোন্নয়নের জন্য চালু হয়েছিল প্রধানমন্ত্রী স্ট্রিট ভেণ্ডার্স আত্মনির্ভর নিধি প্রকল্প।
প্রকল্পটি চালু হয়েছিল ২০২০ সালের জুন মাসে এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল এই প্রকল্প চালু থাকবে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত।
গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নেয় ফের আগামী দু-বছরের জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.