আদমদীঘিতে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার গাঁজা টাকা উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে আদমদীঘির বশিপুর ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কাগঘড় হাজি পাড়ার আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (২১) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে তারেক হোসেন (২৭)। আটককৃতদের আদমদীঘি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন,এক প্রেস বিজ্ঞপ্তি জানান, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির পাইপাস বশিপুর ঈদগাহ মাঠের সামনে মাদক বিরোধী চেক পোস্ট পরিচালনা করেন। এসময় ঢাকা থেকে নওগাঁ গামী ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০৩ নম্বর হানিফ পরিবহন যাত্রীবাহি বাসে তল্লাশি করে পলিথিন ব্যাগে মোড়ানো ১০ কেজি গাঁজাসহ যাত্রীবেশি উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজকে বলেন, আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ওই দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.