প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও কনফারেন্সের অপেক্ষায় উজিরপুরবাসী

উজিরপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৩ মে সকাল ১০টায় একযোগে বাংলাদেশের ১১০টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র উদ্বোধন করবেন।
এরমধ্যে মাত্র ৩টি আশ্রয়ন কেন্দ্রে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলবেন। এর মধ্যে বরিশালের উজিরপুরের রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজের ৩তলা বিশিষ্ট বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রটি উদ্বোধন হতে যাচ্ছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক প্রস্তুতি ও সাজ সাজ রব চলছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, অতিরিক্ত প্রকল্প পরিচালক মনিরুজ্জামান সরকার, মুজিব কিল্লা সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জানে আলমসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র, বন্যা আশ্রয়ন কেন্দ্র, মুজিব কিল্লা ও জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রসহ ১১০টি প্রকল্পের ভবন উদ্বোধন করবেন।
এর মধ্যে বাংলাদেশে একমাত্র উজিরপুরের রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজের বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রটি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করতে যাচ্ছেন।
ইতিমধ্যে ওই স্থানে ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৩ মে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কমার্স কলেজের বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রটি উদ্বোধন করবেন এবং উজিরপুর বাসির সাথে কথা বলবেন- এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.