প্রধানমন্ত্রী’র লাদাখ সফরের পরই একের পর এক বৈঠক : চিনকে কড়া বার্তা

কলকাতা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পরই একের পর এক বৈঠকে ফের চিনকে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে৷ নিজেদের অনড় অবস্থান বুঝিয়ে দেয় নয়াদিল্লি ৷ এক্ষেত্রে প্রধানমন্ত্রীর লাদাখ সফরের সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হয়েছে ৷

অন্যদিকে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে ভারতের দায়িত্বশীল এবং স্পষ্ট অবস্থানকে সমর্থন করেছিল বিশ্বের অধিকাংশ দেশ ৷ ফলে আন্তর্জাতিক স্তরেও চাপ বাড়ছিল বেজিংয়ের উপরে ৷
দু’ দেশের বাণিজ্য সম্পর্কেও বড়সড় প্রভাব পড়ছিল ৷ ভারত এবং চিনের বাণিজ্য সম্পর্কে যাঁরা বিনিয়োগ করেছেন, বেজিংয়ের উপরে চাপ বাড়াচ্ছিলেন তাঁরাও ৷ সবমিলিয়ে অনড় অবস্থান থেকে সরে আসা ছাড়া চিনের কোনও উপায়ও ছিল না ৷
গত শুক্রবার আচমকা লাদাখ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার বাহাত্তর ঘণ্টার মধ্যেই উত্তেজনা প্রশমনে অবশেষে পিছু হঠতে শুরু করল ভারতীয় সেনা ৷
এএনআই-এর খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পর গত ৪৮ ঘণ্টায় ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একের পর এক বৈঠক হয় ৷ প্রায় ১ থেকে ২ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনা সৈন্য ৷ বৈঠকের শর্ত মেনে ভারতীয় সেনাও বেশ কিছুটা পিছিয়ে এসেছে বলে খবর ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.