প্রথম দফায় নেগেটিভ ক্রিকেটাররা, দ্বিতীয় দফা আগামীকাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দল। সিরিজ শুরুর আগে চাই করোনামুক্ত থাকার সার্টিফিকেট। তাই বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য করোনা পরীক্ষার মুখোমুখি।
প্রথম দফার পরীক্ষা শেষে জানা গেল আসন্ন সিরিজে সংশ্লিষ্ট সবাই করোনাভাইরাস মুক্ত। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হবে।
আগামীকাল শনিবার (০৯ জানুয়ারী) হবে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা।
মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফসহ জাতীয় দলের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেয়া হয়েছিল গত বুধবার (০৬ জানুয়ারী)। এরপর নমুনা দেন দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার।
তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানান, সবার নমুনার ফলই নেগেটিভ এসেছে। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফায় আবার নেওয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।
কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনও যুক্ত হবেন তাদের সঙ্গে।
আগামী রবিবার (১০ জানুয়ারী) ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী (২০ জানুয়ারী) থেকে শুরু হবে দু’দলের ওয়ানডে সিরিজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.