প্রতিশোধ নিতে ফাইনালে রিয়ালকে চাইছেন সালাহ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভিয়ারিয়ালকে স্বপ্ন মাড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকেট পেয়ে গেছে লিভারপুল। এবার অপেক্ষা ফাইনালের। কিন্তু, শিরোপা-যুদ্ধে তাদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত হয়নি।
দ্বিতীয় ফাইনালিস্ট হতে লড়াইটা হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে। শক্তির বিচারে দুদলই কঠিন। তবে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকেই চাইছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল সিটি থেকে স্প্যানিশ ক্লাবটিকে তুলনামূলক সহজ মনে করছেন মিসরের তারকা ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে গতকাল মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে অ্যানফিল্ডে প্রথম লেগেও জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকেট পেল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
এবার শিরোপা লড়াইয়ে রিয়ালের বিপক্ষে লড়তে চান সালাহ। তাঁর দল ফাইনালে ওঠার পর বিটি স্পোর্টসকে তেমনটাই জানিয়েছেন এ ফরোয়ার্ড।
লিভারপুল তারকা বলেন, ‘ফাইনালে আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে, আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’
রিয়ালকে চাওয়ার আরেকটি কারণও আছে সালাহর। কারণ ২০১৮ সালের ফাইনালে এ রিয়ালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। ওই ফাইনালে জিনেদিন জিদানের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ ক্লাবটি। আর, প্রতিপক্ষের খেলোয়াড়ের বাজে ফাউলে চোট পান সালাহ। যার কারণে চোখের জলে মাঠ ছাড়তে হয় মিসরীয় তারকাকে। তাই, এবার সে প্রতিশোধটাও নিতে চান লিভারপুল ফরোয়ার্ড।
সালাহর ভাষায়, ‘ওই ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। এবার তাই ওদের মুখোমুখি হয়ে ফাইনাল জিততে চাই।’
আজ বুধবার আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে লিভারপুলের বিপক্ষে। আগামী ২৮ মে প্যারিসে হবে চ্যাম্পিয়নস লিগের মেগা ফাইনাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.