প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বেলকুচির দুর্গাৎসব

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে ৭৪টি পুজা মন্ডপ বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’।
৫দিন ৭৪টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হয়। পূজা মন্ডপগুলোতে পূজা-অর্চণার মধ্যদিয়ে ভক্তরা দেবী দূর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হলো।
দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন। গিয়েছেন পালকিতে চড়ে। সকালে দর্পণ- বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৫টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।
এর মধ্যদিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যমুনা তীরসহ বিভিন্ন স্থানে পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে যমুনা নদীতে বিসর্জন দেয়া হয় প্রতিমা।
একই সময়ে বেলকুচি উপজেলার বিভিন্ন নদীতে চলে বিসর্জন। সড়কে পুলিশের টহল ও নদীতে ছিল নৌ পুলিশের টহল। এসময় ফায়ার সার্ভিসের টিমও দায়িত্ব পালন করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.