প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ : খুলনা সিটি মেয়র

খুলনা ব্যুরো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান-আরা-শিশু বিকাশ বিদ্যাপীঠের ৬৪ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তারা দেশের বোঝা নয়, সম্পদ। সরকার প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন। মানবিক দৃষ্টি থেকে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজ সন্তান মনে করে প্রতিবন্ধীদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস থেকে মুক্ত হতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে মেয়র জনগণের প্রতি আহবান জানান।
এসময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানুসহ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.