প্রণোদনার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে হাট-বাজার ইজারাদারদের সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্থ চাঁপাইনবাবগঞ্জের হাট-বাজার ইজারাদাররা প্রণোদনা ও বিধি অনুযায়ী ইজারার আনুপাতিক মূল্য ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার স্থানীয় একটি রেঁস্তোরায় এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার অন্যতম সোনাইচন্ডী পশুহাটের ইজারাদার আবুল খায়ের সুমন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, করোনাভাইরাসের প্রভাবে জেলার সব হাট-বাজার টানা ৪ মাস বন্ধ রাখতে হয়েছিলো। সরকারি সিদ্ধান্ত মেনে হাট-বাজার বন্ধ রাখতে গিয়ে তাদের ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে। কোনো কোনো হাটের টোল থেকে আংশিক ইজারামূল্যও উঠবে না।

এ অবস্থায় হাট-বাজার ইজারাদারদের সরকারি প্রণোদনা একান্ত প্রয়োজন। এছাড়াও সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা অনুযায়ী বন্ধকালীন সময়ের জন্য আনুপাতিকহারে ইজারামূল্য ফেরতের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কানসাট হাটের সভাপতি আসাদুজ্জামান ভোদন, রহনপুর হাটের আলী হোসেন, রানীহাটি হাটের মোস্তাকুল ইসলাম পিন্টু, মহিপুর হাটের মহসিন রেজা বাবুসহ অন্যরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.