প্যারিসে ছুরিকাঘাতে নিহত জার্মান পর্যটকের পরিবারের প্রতি ম্যাক্রোঁর সমবেদনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত জার্মান পর্যটকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি শনিবার এ কথা জানান।
এক্সে (টুইটার) তিনি বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে দ্রুতই আটক করা হয়েছে। এখন তার বিচার চলবে।
এর আগে প্যারিসের কেন্দ্রস্থলে হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ওই জার্মান পর্যটক। শনিবার আইফেল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।
ফরাসি কর্তৃপক্ষ বলেছে, হামলাকারী একজন উগ্র ইসলামপন্থী ও মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে। ফ্রান্সের সন্ত্রাস বিরোধী কৌঁসুলীরা বলেছেন, তারা এখন বিষয়টি তদন্ত করবে।
তারা আরও বলেছেন, হামলাকারী ফরাসি। তার জন্ম ১৯৯৭ সালে। হত্যা ও হত্যাচেষ্টার কারণে তাকে গ্রেপ্তার করা হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী গেরাল্ড ডারমানিন জানিয়েছেন, হামলার পরিকল্পনার অভিযোগে লোকটিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তখন সে ওই হামলা চালাতে ব্যর্থ হয়েছিল।
উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের কারণে ব্যাপক সংখ্যক মুসলমান ও ইহুদি বসবাসকারী ফ্রান্সে দিন দিনই উত্তেজনা বাড়ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.