পেনাল্টি মিস করে জয়বঞ্চিত নেদারল্যান্ডস

বিটিসি স্পোর্টস ডেস্ক: জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সময় নেয়নি নেদারল্যান্ডস। শেষ দিকে জাগিয়েছিল জয়ের সম্ভাবনা। কিন্তু অধিনায়ক মেমফিস ডিপাইয়ের পেনাল্টি মিসে জয় নিয়ে আর মাঠ ছাড়তে পারেনি ডাচরা। ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে।
উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিলো নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে এসে নিজেদের ভুলেই হোঁচট খেলো তারা। তবে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহতই রয়েছে ডাচদের। দুই নম্বরে থাকা বেলজিয়ামের সংগ্রহ সমান ম্যাচে ৪ পয়েন্ট।
শনিবার রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলতে গিয়ে জোড়া গোলের লিড নিয়ে ফেলে পোল্যান্ড। প্রথমার্ধে ম্যাচের ১৮ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ম্যাট ক্যাশ। পরে দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিওতর জিয়েলনস্কি। তবে বেশিক্ষণ উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি তারা।
মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোলই শোধ করে দেয় নেদারল্যান্ডস। প্রথমে ৫১ মিনিটে ব্যবধান কমান ড্যাভি ক্লাসেন। পরে ৫৪ মিনিটে ডেনজেল ডামফ্রিজের গোলে ম্যাচে সমতা ফেরায় ডাচরা। পরে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি তারা।
তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরপরই ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ক্যাশ। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মেমফিস। গোলরক্ষককে ভুল দিকে পাঠালেও, বারপোস্ট বরাবর শট করে বসেন তিনি। ফলে জেতা হয়নি ডাচদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.