পুতিন আবার প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন কিনা সিদ্ধান্ত হয়নি : ক্রেমলিন

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের প্রার্থী হওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি চলছে উল্লেখ করে সোমবার এক রুশ দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন এই মন্তব্য করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিন বলেছে, এমন কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
সম্প্রতি ছয়টি সূত্রের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্চের নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
অপর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘আগামী নির্বাচনে পুতিনের অংশগ্রহণের প্রচার ও যাবতীয় প্রস্তুতির কাজ শুরু করেছেন তার উপদেষ্টারা।’ অপর সূত্রগুলোও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছিল।
১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসীন পদত্যাগ করার পর রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন পুতিন। ইতোমধ্যে জোসেফ স্টালিনের পর, রাশিয়ায় টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি। গত ২৩ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হলে আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদে আসীন থাকবেন পুতিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.