পুতিনের সেনা ইউক্রেনে ঢুকে যেতে পারে : বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্করাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠাতে পারেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এক সংবাদ সম্মেলনে রুশ আগ্রাসনের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমার ধারণা তিনি সেনা পাঠাবেন, তার কিছু একটা করার আছে।’ তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধ চান না।
জো বাইডেন সতর্ক করে বলেছেন যে, পশ্চিমের ‘পরীক্ষা’ নিতে গেলে রুশ নেতাকে ‘মারাত্মক মূল্য’ দিতে হবে।
এদিকে ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে মস্কো।
তবে ধারণা করা হচ্ছে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।
সংবাদ সম্মেলনে বাইডেনের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বুধবার রাতে ওই বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যদি রাশিয়ার কোনও সামরিক শক্তি ইউক্রেন সীমান্তে প্রবেশ করে, তাহলে তা হবে নতুন আগ্রাসন আর এর দ্রুত, তীব্র এবং সম্মিলিত জবাব দেবে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা।’
পশ্চিমা সরকারগুলোর কাছে বেশ কয়েকটি দাবি তুলেছে রাশিয়া। এরমধ্যে রয়েছে ইউক্রেন কখনও ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এবং এই সামরিক জোটটির কার্যক্রম পোল্যান্ডসহ সদস্য দেশগুলোতে সীমিত করতে হবে। পশ্চিম এবং রাশিয়ার আলোচনা গত সপ্তাহে কোনও অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.