পুকুর খনন করায় দুই জনকে এক লাখ টাকা জরিমানা : ব্যাটারী জব্দ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে দুই জনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করা হয়েছে।
আজ বৃহম্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার কচুগাড়িও ভিটা কাজিপুর বিলে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন চলছিল। খবর পেয়ে আজ বৃহম্পতিবার সেখানে অভিযান চালানো হয়।
এ সময় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক অভিযুক্ত মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গেএক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.