পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে শ্রমিক নিহত, বিক্ষোভসহ ভাংচুর

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাজ করার সময় ৩০ ফুট উঁচু থেকে মেঝেতে পড়ে মারা যান সাবিন্দ্র দাস।

নিহত সাবিন্দ্র দাস জয়নগর গ্রামের নগেন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে যায়, শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দু’গ্রুপ শ্রমিকদের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া হয়েছে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরের ক্যান্টিনে, অফিসে, প্রশিক্ষণ কেন্দ্রে ও ওয়েল্ডারে হামলা-ভাংচুরের ঘটনাও ঘটে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত পুলিশ, কলাপাড়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় সাংবদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তারাও শ্রমিকদের ধাওয়ার মুখে পড়েন। এসময় সাংবদিকদের একটি মোটরসাইলকে ভাংচুর করে ক্ষুব্ধ শ্রমিকরা। এমনটাই দাবি করেছেন সাংবাদিক এ এম মিজানুর রহমান বুলেট।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. রেজওয়ান বিটিসি নিউজকে জানান, শ্রমিকের মৃত্যু নিয়ে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, তিনি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.