নাটোরের বিটিভির উপ-পরিচালকসহ ৪ জনকে গাছ কাটা মামলায় কারাগারে


নাটোর প্রতিনিধি:  গাছ কাটা মামলায় নাটোর বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক সহ ৪ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্তরা হচ্ছেন নাটোর বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালক এবং নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মাহাতাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন এবং ইকবাল হোসেনের ছেলে সানি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী গণমাধ্যম কর্মীদের জানান, পারিবারিক বিরোধে অভিযুক্তরা গত ২ মে বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকায় সাবিহা বেওয়ার জমিতে থাকা ১লাখ ২০হাজার টাকা মুল্যের ২০টি ফলজ ও বনজ গাছ কেটে নেয়।

এই ঘটনায় সাবিহা বেওয়া ৪মে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আজ মঙ্গলবার দুপুরে মামলার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.