পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী নিয়ে মোংলায় বিদেশী জাহাজ


বাগেরহাট প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্টিক টন মেশিনারী পণ্য নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি স্যাপোডিল।
রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর হয়ে শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করে। বিকেল ৪টা থেকে জাহাজটি হতে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোটের্র ম্যানেজার অসিম কুমার সাহা এতথ্য নিশ্চিত করে আরো জানান, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্টিক টন মেশিনারী পণ্য নিয়ে লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি স্যাপোডিল জাহাজটি মোংলা বন্দরের উদ্যেশে ছেড়ে আসে।
রাশিয়া থেকে ছেড়ে আসা এই জাহাজটি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে পন্য খারাসের পর শুক্রবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজটিতে থাকা ৩ হাজার ২৪৩ দশমিক ৩৫ মেট্টিক টন মেশিনারী পণ্য শুক্রবার বিকেল ৪টা থেকে খালাসের কাজ শুরু হয়েছে। আমদানীকৃত বিভিন্ন ধরণের মেশিনারী পণ্য খালাসের পর সড়ক ও নৌপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে পাঠানো হবে। এসব পণ্য খালাস শেষে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.