পাবনায় বিড়ি শ্রমিকদের ৬ দফা দাবীতে মহাসমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনায় বিড়ি শ্রমিকদের ৬ দফা দাবিতে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় পাবনা বন্ধন কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গণে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. শামসুল হক টুকু এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.কে. বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. বেলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

বক্তাগণ বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামসহ গুরুত্বপূর্ণ আন্দোলনে বিড়ি শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শ্রমিকদের অবদানের কথা বিবেচনা করে বিড়িকে শুল্কমুক্ত ঘোষণা করেন। কিন্তু নানা ষড়যন্ত্রে বিড়ি শ্রমিকরা আজ দু:সহ জীবন যাপন করছে। কর্মের নিশ্চয়তাসহ বিড়িকে কুটির শিল্প ঘোষণা করার জোর দাবি করেন তারা।

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল হাসনাত লাভলু, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ শেখ, জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উপদেস্টা মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল প্রমূখ।

মহাসমাবেশে বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ সরকারের কাছে ২০২০-২১ অর্থবছরে বাজেটে ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা প্যাকেট মূল্যস্তর সম্পূর্ণ প্রতাহার, সপ্তাহে ৬দিন বিড়ি শ্রমিকদের কাজের নিশ্চয়তা, মজুরি বৃদ্ধি, বিড়ির উপর অর্পিত ১০% অগ্রিম আয়কর প্রত্যাহার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় চালুকৃত বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা এবং বিড়ি শিল্পকে শুল্কমুক্ত ঘোষণার দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.