পাবনায় বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাবনা প্রতিনিধি: কুষ্টিয়ার পাঁচমাথা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা।
আজ রবিবার বেলা ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্থানি দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্থান বা আফগানিস্থান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।
এসময় সহ-প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সী, কার্যকরী সদস্য ফারুক হোসেন, সোহরাব হোসেন, মো. সেলিম, পাবনা সদর উপজেলা শাখা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান মানিক, মোটর শ্রমিক নেতা রনি শেখ, সোনালী ব্যাংক সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সাধারণ সম্পাদক মো. নওশাদ, সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা মো. দুলাল, জাতীয় শ্রমিক লীগ মালিগাছা ইউনিয়ন শাখার আহ্বায়ক ফারুক খান, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন শেখসহ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.