পাবনায় নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

পাবনা প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় পাবনা বাস টার্মিনাল গোল চত্বরে নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল) এর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ ক্যাভার্ড ভ্যান, ট্রাক মালিক অ্যাসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও নিসচা পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য স্থপতি আবু রায়হান রুবেল, নিসচা পাবনা জেলা শাখার দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আর কে আকাশ, দপ্তর সম্পাদক মিলন মাহবুব, কার্যকরী সদস্য লিটন মাহমুদ, মো. মুরাদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নিসচা নেতৃবৃন্দ ট্রাফিক আইন যথাযথভাবে মেনে সড়কপথে চলাচল এবং করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.