পাবনার মালিগাছায় প্রকাশ্য কুপিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের ফাঁসি দাবিতে মানবন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্য দিবালোকে ইয়াছিন প্রামাণিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় পাবনা ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ খান, নিহত ইয়াছিন প্রমানিকের ভাই অধ্যাপক শাহাদত হোসেন, নিহত ইয়াছিন প্রমানিকের ছেলে জুয়েল হোসেন, আশরাফুল ইসলামসহ এলাকার সাধারণ মানুষ।

মানবন্ধনে বক্তা’রা বলেন, চিহ্নিত সন্ত্রাসী ইমান মন্ডল, সোহান, নাছিম, সেলিম, লিটন, রাব্বি প্রকাশ্য দিবালকে ইয়াছিন প্রমানিকে তার বাড়ি থেকে জোর করে ধরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। হত্যাকন্ডের কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও তাদের গ্রেফতার করেনি প্রশাসন।

সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এসময় নিহতের পরিবার প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য; নিহত ইয়াছিন প্রমানিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামের রাজাই প্রমানিকের ছেলে। গত ২০ মার্চ শুক্রবার বিকেলে এই ঘটনায় নিহত ইয়াছিনের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্য মামলা দায়ের করে। এখন পর্যন্ত এই ঘটনায় ১ জনকে আটক করে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.