পানি সম্পদ প্রতিমন্ত্রী সোমবার রাজশাহী আসছেন

ফাইল ছবি

 

পিআইডি প্রতিবেদক:  পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দুই দিনের সরকারী সফরে আগামীকাল সোমবার বিমানযোগে রাজশাহী আসবেন। তিনি সকাল ১১:২০ টায় রাজশাহী পৌঁছে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

প্রতিমন্ত্রী দুপুর ১২:৪৫ টায় ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চরঅনুপনগর, নবাবগঞ্জ সদর এলাকা সংলগ্ন চলমান মহানন্দা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন করার পর চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন।

তিনি দুপুর ২:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ব্রীজ সংলগ্ন রাবার ড্যাম নির্মাণ কাজের স্থান পরিদর্শন করবেন।

পরে তিনি রাজশাহী ফিরে আসবেন এবং বিকেল ৪:০০ টায় রাজশাহী জেলার সদ্য সমাপ্ত ‘পদ্মা নদীর ভাঙ্গন হতে রাজশাহী মহানগরীর অন্তর্গত বুলনপুর হতে সোনাকান্দি পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্প’র কাজ পরিদর্শন করবেন।

রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি গ্রোয়েন এলাকা পরিদর্শন শেষে রাজশাহী সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী এ দিন রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন এবং আগামী মঙ্গলবার সকাল ১১:৫০ টায় বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। #প্রেস বিজ্ঞপ্তি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.