পানিতে ডুবে যাবে ভারতের ১২ শহর : নাসা

(পানিতে ডুবে যাবে ভারতের ১২ শহর : নাসা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১২টি শহর এই শতকের শেষ দিকে পানিতে তলিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জলবায়ু পরিবর্তন নিয়ে রিপোর্ট দিয়েছে জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। আর নাসা তার বিশ্লেষণ করেছে।
বিশ্লেষণে নাসা যে সিদ্ধান্তে এসেছে, তা ভারতের পক্ষে রীতিমতো চিন্তার কারণ। দেশটির ১২টি উপকূলীয় শহর ও বন্দর এক থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যাবে।
শহর গুলোর মধ্যে অন্যতম: বাণিজ্যিক রাজধানী মুম্বাই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই, কেরালার কোচি, অন্ধ্রপ্রদেশের বিশাখপত্তনম এবং পশ্চিমবঙ্গের খিদিরপুর।
বিশ্বে পরিবেশ দূষণ ও উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সমুদ্রের পানির স্তর বাড়ছে। এশিয়ায় পানির স্তর বৃদ্ধির পরিমাণ অন্য জায়গার তুলনায় বেশি।
আইপিসিসির মতে, আগে ১০০ বছরে যে পরিবর্তন হতো, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় থেকে নয় বছরে তা হবে। এই শতাব্দী জুড়ে উপকূলে পানির স্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর পানির তলায় চলে যাবে। এককথায় পরিস্থিতি সুখের নয়। (সূত্র: ডয়চে ভেলে) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.