পাট শিল্প ধ্বংস করা হয়েছে, এবার পরিকল্পিতভাবে চামড়া শিল্প ধ্বংস করা হচ্ছে : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি:  আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পশুর চামড়া রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, এই সরকার পরিকল্পিতভাবে সেটা ধ্বংস করে দিয়েছে। একটা সময় পাট শিল্প ধ্বংস করা হয়েছে, এবার চামড়া শিল্পকে ধ্বংস করা হচ্ছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করার সুদূরপ্রসারী যে ষড়যন্ত্র, সেই কাজ এই সরকার বহুদূর এগিয়ে নিয়ে গেছে। তারা যে শুধু জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা নয়, এ দেশকে পরনির্ভরশীল করার জন্য সেই চক্রান্তে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি বলেন, এশিয়া মহাদেশে সবচেয়ে ত্যাগ শিকারকারী একজন নেতা বেগম জিয়া। তিনি দীর্ঘকাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। রাজপথে তার রাজনীতির জীবন শুরু। তিনি স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের পথে-প্রান্তরে জনগণকে সংগঠিত করেছেন।

খালেদা জিয়ার কারাবাস নিয়ে তিনি বলেন, প্রায় ১৮ মাস নেত্রী কারাগারে রয়েছেন। কারাগারে যাওয়ার আগে তিনি বিদেশে ছিলেন। নাও আসতে পারতেন। কারণ উনি জানতেন, ফিরে এলেই সরকার তাকে কারারুদ্ধ করবে। কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন, আদালতের সম্মুখে দাঁড়িয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরীন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, ইশরাক হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.