পাটগ্রামে সাংবাদিক হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি: পাটগ্রাম রিপোর্টার ইউনিট’র সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনি বাজার পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নানকে বুড়িমারী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং অফিস ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১মার্চ) বিকেলে পাটগ্রাম রিপোর্টাস ইউনিট’র আয়োজনে পূর্ব চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধনে লালমনিরহাট জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক  সাফিউল ইসলাম প্রধান, লিখন হোসেন দৈনিক নব কন্ঠের প্রকাশক, মাহির খান দৈনিক রংপুর’ সংবাদ প্রকাশক, সাংবাদিক আসাদ হোসেন রিফাত, হাসানুজ্জামান হাসান গ্রাম বাংলা নিউজ, দৈনিক  বাংলাদেশের সাংবাদিক আব্দুর রহিম, দৈনিক ডেল্টা টাইমস ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক সাইফুল সবুজ, মোস্তাফিজুর রহমান,সফিকুল ইসলাম, সজিব, সাংবাদিক ফরহাদ হোসেন প্রমূখ।
মানব বন্ধনে সাংবাদিকরা বলেন, আমরা পদে পদে নির্যাতিত হচ্ছি, সব ক্ষেত্রেই। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ দ্রুত সাংবাদিক নির্যাতনকারী, হেনস্তাকারী, হামলাকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ  নেবেন। সাংবাদিকরা জাতির বিবেক। মনে রাখবেন, তাদের উপর হামলা করলে কিংবা তাদেরকে দমিয়ে দেয়ার চেষ্টা করলে দেশ পিছিয়ে যাবে। সাংবাদিকরা নিউজ কাভার করতে গিয়ে কারও প্রতিপক্ষ হতে চান না। সত্যটিই তুলে ধরেন।
সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেফতারে দাবি জানাই। আমরা রাস্তায় দাঁড়াতে চাই না। তখনই দাঁড়াই যখন আমাদের সহকর্মীরা নির্যাতিত হন। যারা হামলা করছেন, যারা বিচার না করে হাসছেন, তারা ভুল পথে হাঁটছেন। সাংবাদিকরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে আছেন। নানাভাবে নির্যাতন-হয়রানি করা হচ্ছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হোক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.