কাউনিয়ায় কীট নাশকের দোকান সীলগালা ও জরিমানা

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার জামতলা বাজারে মেয়াদ উত্তীর্ণ ও নকল কীট নাশক বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে একটি কীট নাশকের দোকান সীলগালা করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়া অফিসের অফিসার আতিক আহম্দে।
জানাগেছে, কাউনিয়ার জামতলা বাজারের রিয়াদ সার স্টোরের মালিক তাহেরুল ইসলাম তার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না করে কীট নাশক সামগ্রী বিক্রয় করে আসছেন।
এছাড়াও তিনি মেয়াদ উত্তীর্ণ ও নকল কীটনাশক বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ মার্চ ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করা হয়।
পরে গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিনজেনটা কোম্পানীর ভীরচাকো নামের নকল কীটনাশক ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক সামগ্রী জব্দ করা হয়।
একই সাথে ১০ হাজার টাকাও জরিমানা করা কীটনাশকের দোকানটি সীলগালা করে দেয়া হয়েছে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউনিয়া অফিসের অফিসার আতিক আহম্দে, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  খোরশেদ আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.