পাটকল শ্রমিকদের গেটসভায় ১০ ডিসেম্বর আমরন অনশনের শপথ গ্রহন

খুলনা ব্যুরো:  ১১ দফা বাস্তবায়নের দাবীতে খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা আমরন অনশনের জন্য শপথ গ্রহন করেছেন। রাস্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ৬দিনের ডাকা কর্মসূচীর ৫মদিনে আজ রবিবার (৮ ডিসেম্বর) সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধরেখে মিলগেটে গেটসভা করেছে।
গেট সভার  শেষে পাটকলের নিত্য সমস্যার নিরসনে আগামী ১০ ডিসেন্বর আমরন অনশনের জন্য শপথ নিয়েছেন ৯পাটকলের অর্ধলাখ শ্রমিক।
এসময় খুলনা শিল্পঞ্চলের পাটকল গুলোর গেট্সভায় এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।
এসময় বক্তৃতা করেন আঃ হামিদ সরদার,শাহানা শারমিন হুমায়ুন কবির, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, বিল্লাল মল্লিক,  মুজিবর রহমান, মকবুল হোসেন,  মোঃ আলাউদ্দীন, দ্বিন মোহাম্মদ, শেখ ইব্রাহিম সহ নেতৃবৃন্দ।
১১দফা দাবী বস্তবায়ন  করা জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.