পাকিস্তানে এক মাসের বেশি প্রবল বৃষ্টিতে অন্তত ১৭৩ জন নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত ২৫ জুন থেকে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে অন্তত ১৭৩ জন নিহত এবং ২৬০ জন আহত হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গতকাল (শনিবার) এক রিপোর্টে এ তথ্য জানায়।
রিপোর্টে বলা হয়, পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ হচ্ছে দুর্যোগকবলিত সবচেয়ে গুরুতর অঞ্চল, ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্রদেশটিতে অন্তত ৬৭জন নিহত হয়েছে।
গোটা পাকিস্তানে অন্তত ১৪৮৫টি বাড়িঘর বন্যায় ধ্বংস হয়েছে এবং ৪৭৫টি গবাদিপশু প্রাণ হারিয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বহু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.