পাকিস্তানে অপহরণ’র পর ১১ শ্রমিককে হত্যা

(পাকিস্তানে অপহরণ’র পর ১১ শ্রমিককে হত্যা)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে ১১ শ্রমিককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী। সশস্ত্র গোষ্ঠীটি তাদের অপহরণ করে উন্মুক্ত স্থানে গুলি করে হত্যা করে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ এবং বিশেষ বাহিনীর সদস্য সেখানে পৌঁছেছে।
পুলিশের তথ্য মতে, শ্রমিকরা কাজের যাওয়ার পথে অপরহণের শিকার হন। পরে তাদের একটি পাহাড়ের কাছে নিয়ে যায়। হামলাকারীদের গুলিতে বেশ কজন আহত হন। আশঙ্কাজনকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোয়েটা উপকমিশনার মুরাদ কাছ জানান, ১১ শ্রমিক নিহত এবং আরও ৪ জন আহত হন। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

গত বছরের বেশ কয়েকবার স্থানীয় সন্ত্রসী গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি হয়। ২০১৯-এ বেলুচিস্তানের বুজি পাসে বিমান, নৌ ও কোস্টগার্ডের ১৪ সদস্যকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনাটি মাকরান মহাসড়কে ঘটে। পাকিস্তানের বেলুচিস্তানের সাম্প্রতিক বছরে গুম, হত্যা, অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নিরাপত্তা বাহিনী অভিযানের সঙ্গে প্রায় সময় সংঘর্ষের খবর পাওয়া যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.