‘পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরান পাকিস্তানের নিরাপত্তাকে তার নিরাপত্তা বলে মনে করে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় দুই দেশের স্বার্থে অভিন্ন সীমান্তের সক্ষমতা ও সুযোগ ব্যবহার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট।
রাইসি বলেন, ইরান ও পাকিস্তান দুই জাতির ধর্মীয়, সাংস্কৃতিক এবং সভ্যতাগত মিলগুলো পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উপাদান।
ইরানের প্রেসিডেন্ট বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং উন্নতির ওপর জোর দিয়ে বলেন, স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নের অন্যতম শর্ত। এটি খুবই প্রয়োজন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার তিন দিনের সফরে ইসলামাবাদ এসে পৌঁছান। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফর।
এদিন সকালে নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা।
পরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।
এদিকে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুদেশের মধ্যে বর্তমানে যে পরিমাণ বাণিজ্য রয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান ইব্রাহিম রাইসি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বাণিজ্য বাড়াতে সম্মত হন। তিনি চ্যালেঞ্জ সত্ত্বেও দুদেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, রাইসির সঙ্গে বৈঠকে ধর্মীয়, সাংস্কৃতিক, কূটনৈতিক, বিনিয়োগ এবং নিরাপত্তা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সন্ত্রাস নির্মূলে যৌথ প্রচেষ্টার বিষয়ে তারা একমত হয়েছেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী রাইসিকে ‘রাজনৈতিক বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার সাগর’ অভিহিত করে তার নেতৃত্বে ইরান আরও অগ্রসর হবে বলেও আশা প্রকাশ করেন শাহবাজ শরিফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.