পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বসতি নির্মাণ’র ঘোষণা ইসরাইল’র

(পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বসতি নির্মাণ’র ঘোষণা ইসরাইল’র)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের জন্য প্রায় আটশ বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার (১১ জানুয়ারী) এই ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহুর কার্যালয়ের তরফে নতুন বসতির নির্মাণ স্থানের কথা জানানো হলেও নির্মাণ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইত এল, তাল মিনাসে, রেহেলিম, শাভেই সোমরন, বারকান, কারনেই সোমরন এবং জিভাত জিভে নতুন বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন নেতানিয়াহু।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এই ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, ট্রাম্পের দায়িত্ব ছাড়ার আগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বসতি নির্মাণ করতে চাইছে ইসরাইল।

ইসরাইলের ঘোষণার নিন্দা জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও। তিনি বলেন, ইসরাইলের এই ঘোষণা ফিলিস্তিন সংকটের একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সহায়ক হবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.