পশ্চিমবঙ্গে ধড়া পরল এম এ পাশ চোর

কলকাতা (ভারত) প্রতিনিধি: গত ২১শে সেপ্টেম্বর ২০২১, খড়্গপুরের ব্যবসায়ী,শঙ্কর পাইনের বাড়িতে চুরি যায় প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না। পুলিশ তদন্ত শুরু করে সন্দেহভাজন সৌমাল্য চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করে।
পুলিশ প্রায় চার মাস পর ধৃতকে জেরা করে জেনেছে যে,ওই ব্যক্তি চুরি করাটা প্রফেশন হিসেবে বেছে নেয় চাকরি ছেড়ে দিয়ে।ঘাটাল মহকুমা থেকে গ্রেফতার করে আরও জেনেছে সে এম এ পাশ। চাকরিও বেসরকারি সংস্থায় ভাল পজিশনে করত। হঠাৎই তার মনে হয় চাকরি ছেড়ে চুরিতে হাত পাকান এবং ইতিমধ্যেই কয়েকটি চুরিও করেছে।
প্রথমদিকে পুলিশ ধন্দে পড়ে গেছিল। এতটা শিক্ষিত ও পেশাগত মার্জিত হয়েও কিভাবে এই কাজ করতে পারে।তারপর ধীরে ধীরে জেরা করে পুলিশের কাছে দোষ কবুল করে। ইতিমধ্যেই ধৃতকে নিয়ে কয়েকটি জায়গায় হানা দিয়ে সাত ভরির মত গয়না উদ্ধার হয়েছে।পুলিশের আশা সবটাই উদ্ধার করা যাবে।
বিশেষজ্ঞরা এই ঘটনাকে মানষিক বিকৃতি হিসেবেই দেখছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.