পশ্চিমতীর’র অর্থ চুরি করেছে ইসরাইলি সেনাবাহিনী

(পশ্চিমতীর’র অর্থ চুরি করেছে ইসরাইলি সেনাবাহিনী)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালে অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৩০০ হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ২০২০ সালে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরাইল। সেখানে বলা হয়, গাজায় অন্তত ৩০০ হামলা চালানো হয়েছে। গাজার ভূমি থেকে করা ৩৮টি হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে তাদের সশস্ত্র বাহিনী।

বিবৃতি অনুযায়ী, গাজা উপত্যকা থেকে ১৭৬টি রকেট এবং গোলা নিক্ষেপ করা হয়েছে। যার ৯০ শতাংশ খালি জায়গায় পড়েছে। ইসরাইলের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো ৮০টি গোলা, আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

এদিকে মিডল ইস্ট মনিটর জানায়, দখলকৃত পশ্চিমতীরে বসবাসকারী ফিলিস্তিনের নাগরিক থেকে ইসরাইলি সেনাবাহিনী ৬ লক্ষ ৭৫ হাজার শেকেল চুরি করেছে। ২০১৯ সালে চুরি করে ৯ লক্ষ ৭২ হাজার শেকেল।

২০১৮ সালে ১০ লক্ষের বেশী শেকেল চুকি করে ইসরাইলি সেনাবাহিনী। ২০২০ সালে পশ্চিম তীর থেকে ৫৪১টি অস্ত্র বাজেয়াপ্ত করেছে তারা। আগের বছর উদ্ধার করে ৬০৩টি।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি যুদ্ধবিমান অন্তত ১ হাজার ৪০০ হামলা চালিয়েছে। তাদের গোয়েন্দা ড্রোন রেকর্ড ৩৫ হাজার ঘণ্টা ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনায় নজরদারি চালিয়েছে বলেও উল্লেখ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.